價格:免費
更新日期:2019-05-26
檔案大小:39M
目前版本:1.0.1
版本需求:Android 4.4 以上版本
官方網站:mailto:rangrejit@gmail.com
Email:https://docs.google.com/document/d/1OXkMIXdPKNbo2QYKnMMeV1QJm4PPUBFFlC-yvymcDKw/
聯絡地址:Flat # 3-A, House # 261/E, Siddique Cottage, East Nakhalpara, Tejgaon, Dhaka
শেখ মুজিব আমার পিতা লেখিকা-শেখ হাসিনা। "শেখ মুজিব আমার পিতা" বইটি শেখ হাসিনার স্মৃতিচারণ মুলক বই। বইয়ের অংশ মুলত তিন খন্ডে বিভক্ত করেছেন তিন।
প্রথম খন্ডে বাবার স্মৃতিতে কন্যা তার পেছনের গল্প বলেছেন। বর্ণনায় উঠে এসেছে মুজিবের জন্মের কাহিনী। শেখ মুজিবের জন্মের সময় মুজিবের নানা মুজিবের মাকে পুরো সম্পত্তি লিখে দিয়ে বলেন "মা সায়রা তোর ছেলের এমন নাম রাখলাম যে নাম জগৎ জোড়া খ্যাত হবে।" শেখ মুজিবের নানার ভবিষৎবানী কাটায় কাটায় ফলে গিয়েছিলো। এভাবেই বইয়ের শুরু টুঙ্গীপাড়া গ্রামের বর্ণনা দিয়ে, পিতা পিতামহ বংশের পরিচয় দিয়ে মুজিবের জন্মের সময় বর্ণনা করা হয়। একে একে তার স্কুলে যাওয়া, কলেজে প্রবেশ, রাজনীতিতে প্রবেশ, সফল রাজনীতিবিদ, রাজনীতির সে সব উজ্জল দিন গুলোর বর্ণনা, বাংলার মানুষের জন্য সংগ্রামের কাহিনী বলি, মুক্তি সংগ্রাম, দেশ স্বাধীন, স্বাধীন দেশের দায়িত্ব নেওয়া, সেনাবাহিনীর সাথে মুজিবের সম্পর্কে প্রভৃতি ঘটনাবলী আলোচনার শেষে আসে ১৫ আগস্টের সেই নারকীয় দিনের বর্ণনা। এসবের মাঝে আরো যেসব স্মৃতি উঁকি দেয় তা হলো লেখিকার শৈশব। তিনি সেই সব রঙিন শৈশব, বাবাকে নিয়ে উৎকন্ঠার দিন গুলো বর্ণনা করেন।
২য় খন্ডে মুক্তিযুদ্ধের স্মৃতি ও পারিবারিক স্মৃতির বর্ণনা করেন। লেখিকার সংগ্রামের দিনগুলোর কথা। ৩য় খন্ডে তিনি ড.আবদুল মতিন চৌধুরী,বেগম জাহানারা ইমাম এবং নূর হোসেনকে নিয়ে স্মরণ-শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন। শেখ মুজিবর রহমান, যিনি বাঙালি জাতির পিতা। বাংলাদেশের পতকার স্রষ্টা। যিনি নিজের সবকিছু ত্যাগ করে শুধু মাত্র দেশ এবং দেশ জনসাধারণের কল্যানের কথা ভেবেছেন। সকল কিছুর বিনিময়ে বাঙালির মৌলিক চাহিদা নিশ্চিত এবং বাংলাদেশকে স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছেন। তারই কন্যা শেখ হাসিনা, সেই সংগ্রামী বাবার, সংগ্রামী জাতির পিতার স্মৃতি চারণ করছেন।